বজ্রপাতের ফলে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে আগুন লেগেছে। এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহাকরী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, বজ্রপাতের ফলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়েছে।
পাঁচটি শূন্য পদে ১১৫ জনকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী সিভিল সার্জন কার্যালয়। ১৬ এপ্রিল থেকে আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
মুন্সীগঞ্জ জেলার সিভিল সার্জনের কার্যালয় এবং এর অধীনে বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানসমূহে ০৮টি পদে ১৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।